কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? এখনও পর্যন্ত দু'টো নামই সীমাবদ্ধ । সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার । অনেকে বলছেন, ফের সিদ্দারামাইয়া-কেই মুখ্যমন্ত্রী করবে কংগ্রেস । আবার অনেকের মতে, কংগ্রেস এবার নতুন মুখ হিসেবে শিবকুমারকেও নিয়ে আসতে পারেন । আর তা সোমবারই চূড়ান্ত হয়ে যেতে পারে । দিল্লিতে আজই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক রয়েছে । সূত্রের খবর, সেখানে ডেকে পাঠানো হয়েছে সিদ্দারামাইয়া ও শিবকুমারকে । সেক্ষেত্রে, এদিন, কর্নাটকের মুখ্যমন্ত্রী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ।
কর্নাটকে বড় ব্যবধানে জিতেছে কংগ্রেস । মুখ থুবড়ে পড়েছে বিজেপি । এতদিন 'মোদী' মন্ত্রেই একের পর এক নির্বাচনে জিতে এসেছে বিজেপি । কিন্তু, কর্নাটকের ক্ষেত্রে সেই মোদী ম্যাজিকও এবার ফিকে । কংগ্রেস বলছে, কর্নাটকে হারের দায় মোদীকেই নিতে হবে । এদিকে, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষার জন্য হারের দায় দায় মূলত রাজ্য নেতৃত্বের দিকে ঠেলে দিয়েছে বিজেপি । ইতিমধ্যেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়ে দিয়েছেন, ওই পরাজয়ের জন্য তিনি দায়ী ।