ফের ভয়াবহ ধর্ষণের ঘটনার খবর প্রকাশ্যে এল। অভিযোগ, আইসিইউতে ভর্তি ২৪ বছর বয়সী এক রোগিনীকে ধর্ষণ করেছেন এক চিকিৎসা-সহায়ক। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের আলওয়ার জেলার একটি নার্সিংহোমে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর চারটে নাগাদ ফুসফুসে সংক্রমণ নিয়ে ওই বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি থাকা রোগিনীকে চিরাগ যাদব নামের একজন ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ওই রোগিনীর অভিযোগ, তিনি চিৎকার করতে গেলে তাঁকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তাঁর স্বামীকে মোবাইলে পুরো ঘটনার বিবরণ দেওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।
ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, রোগিনীর শয্যার কাছে গিয়ে তা পরদা দিয়ে ঢেকে দিচ্ছেন ওই অভিযুক্ত।