নতুন বছরের শুরুতেই বিপর্যয় পর্যটন-শহর সিমলায়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৫ তলা একটি হোটেল। শনিবার সিমলার ঘান্দাল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই হোটেল-সহ ধামি এলাকায় ফাটল দেখা গিয়েছিল। ক্রমেই চওড়া হচ্ছিল ওই ফাটল। যে কারণে আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। খালি করে দেওয়া হয়েছিল ওই হোটেল। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন - সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রামের ছবি আসল মূর্তির নয়, জানিয়ে দিলেন প্রধান পুরোহিত
শনিবার আচমকাই ভেঙে পড়ে ওই পাঁচ তলা হোটেলটি। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল-সংলগ্ন ২০৫ নম্বর জাতীয় সড়কও। এছাড়া ধামি ১৬ মাইল এলাকার রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।