ভারত বা ভারতবাসী নয়, যারা ধর্ষক তাদের সমালোচনা হোক । ভারত ছাড়ার আগে এমনটাই বললেন স্পেনের নির্যাতিতা মহিলা । উল্লেখ্য, দিন কয়েক আগে ঝাড়খণ্ডের দুমকায় ওই মহিলা পর্যটককে গণধর্ষণের অভিযোগ ওঠে । ওই মহিলাকে যৌন অত্যাচারের পাশাপাশি মারধরের অভিযোগ ওঠে সাত যুবকের বিরুদ্ধে । নির্যাতিতার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ । ইতিমধ্যে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি, স্বামীর সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন ওই মহিলা । তার আগে সংবাদমাধ্যমকে স্প্যানিশ মহিলা বলেন, 'ভারতের মানুষ চমৎকার । আমি তাঁদের দোষারোপ করি না , কিন্তু আমি অপরাধীদের দোষ দিচ্ছি । ভারতের মানুষ আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন এবং আমার প্রতি খুবই সদয় ছিলেন তাঁরা ।'
ওই মহিলা আরও বলেন, 'আমরা গত ছয় মাস ধরে ভারতে ছিলাম এবং প্রায় ২০ হাজার কিলোমিটার ভ্রমণ করেছি । আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি । এটা প্রথমবার ঘটেছে ।' মেয়েদের কিছু পরামর্শও দিয়েছেন তিনি । তিনি বলেন, 'আমি কিছু মানুষকে বলতে চাই, বিশেষ করে মেয়েদের । এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তাঁরা যেন নিজেদের প্রশিক্ষিত করে তোলে । আমি জানি এটা কঠিন । ' সাংবাদিকদের ওই মহিলা জানিয়েছেন, থেমে থাকবেন না তিনি । স্বামীর সঙ্গেই সফর চালিয়ে যাবেন ।