শুধু পেট্রোল-ডিজেলই নয়। এবার দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও (Essential Medicines)। এপ্রিল মাস থেকেই সাধারণের পকেটে চাপ পড়ার স্পষ্ট ইঙ্গিত।দেশজুড়ে বাড়তে চলেছে প্রায় ৮০০টি অত্যাবশকীয় ওষুধের (Essential Medicines) দাম। শুক্রবার এই ঘোষণা করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি।
আরও জানুন: প্রথম দিনেই বক্সঅফিসে রাজামৌলি ম্যাজিক, একদিনে এই সিনেমার আয় কত জানেন?
যে যে ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধ। ২০২০ সালের তুলনায় পাইকারি মূল্যবৃদ্ধির সূচকে (WPI) ১০.৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।
দাম বৃদ্ধি পাচ্ছে প্যারাসিটামল, আজিথ্রোমাইসিনের মত ওষুধেরও।