রাজ্য বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। শাসক-বিরোধী এই নিয়ে সভাকক্ষ উত্তপ্ত হলেও সর্বসম্মতিতে ওই বিল পাশ হয়েছে। তারপরেই ওই বিলের সমর্থনে মুখ খুললেন NCP সভাপতি শরদ পাওয়ার। তাঁর দাবি, মহারাষ্ট্রেও একই রকম বিল চাই।
সংবাদসংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শরদ পাওয়ার জানিয়েছেন, বাংলায় যে অপরাজিতা বিল আনা হয়েছে তাতে অপরাধীর শাস্তির কথা জানানো হয়েছে। মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর তারপরেই ওই একই রকম বিলের দাবি জানিয়েছেন তিনি।
এর প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, নারী সুরক্ষায় যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাতে সমর্থন জানিয়েছেন শরদ পাওয়ার। এর থেকে স্পষ্ট বাংলা আজ যা ভাবে গোটা দেশ কাল তা ভাবে।
অপরাজিতা বিল কী?
আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুরু থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্র কিছু না করলে, তিনি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী কড়া বিল আনবেন। কারণ, তিনি মনে করেন, ধর্ষণের একমাত্র সাজা ফাঁসি।
মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতো, মঙ্গলবার বিধানসভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ আনতে চলেছে রাজ্য। সোমবার থেকে শুরু হয়েছে জরুরি অধিবেশন। মঙ্গলবার এই বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার এই বিল পেশের আগে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।