টাইম ম্যাগাজিনের বার্ষিক তালিকায় দুনিয়ার সেরা প্রভাবশালীদের মধ্যে শীর্ষে বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন ব্যক্তিত্বদের বেছে নেওয়ার মূল দায়িত্ব ছিল এই ম্যাগাজিনের পাঠকদের। সেখানে ভোট পড়েছে ১২ লক্ষেরও বেশি। জানা গিয়েছে, ওই ১২ লক্ষের মধ্যে শাহরুখ খান পেয়েছেন সবথেকে বেশি ভোট- ৪%। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানে নিজেদের অধিকারের জন্য লড়াই করা প্রতিবাদী মহিলারা। তৃতীয় স্থানে ২ % ভোট নিয়ে রয়েছেন ২০২০ সালে অতিমারির পরে চিকিৎসায় সাহায্যকারী অগণিত স্বাস্থ্যকর্মীরা।
চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেঘান মার্কেল। দুজনের ঝুলিতেই রয়েছে ১.৯% ভোট। টাইম ম্যাগাজিনের এই বিশেষ তালিকায় ১.৮% ভোট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি।