পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশে পাড়ি দিলেন মুম্বইয়ের শবনম শেখ। খাতায় কলম কিংবা সাজপোশাকে তাঁর ধর্ম ইসলাম। কিন্তু তাঁর বিশ্বাস, রাম পুজো করতে গেলে ‘হিন্দু’ হতে হয় না। সেই বিশ্বাস নিয়েই ১,৪২৫ কিমি পথ পায়ে হেঁটে ২১ ডিসেম্বর থেকে অযোধ্যা যাত্রা শুরু করেছিলেন শবনম শেখ, রমন রাজ শর্মা এবং বিনীত পাণ্ডেরা।
Ayodhya Ram Mandir: রামমন্দিরের আশেপাশের বিস্তীর্ণ এলাকা 'মদ-মুক্ত' করা হবে, নির্দেশ যোগী সরকারের
তাঁদের বিশ্বাস, রাম জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। হিজাব পরেই তাই রামপুজো দিতে হাঁটা লাগিয়েছেন তরুণী। প্রতি দিনই ২৫ থেকে ৩০ কিলোমিটার হাঁটেন শবনমেরা। শবনমের মুখে সমন্বয়য়ের কথা। আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা। তার আগেই হেঁটে চলেছেন শবনমেরা।