নিট এবং নেট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ৪ জুলাই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল বামেদের যুব সংগঠন SFI | সাত দফা দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে| সংগঠনের তরফে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে এই বেনিয়মের প্রতিবাদে কলেজ বিশ্ববিদ্যালয়ে CPIM এর ছাত্র সংগঠন SFI- ক্লাস বয়কট করে মিছিল করবে|
এর আগেও ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল SFI এর কর্মী সমর্থকেরা| মিছিল শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতুল দাহ করা হয়েছিল | এনটিএ ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর ইস্তফা সহ সাত দফা দাবিতে ধর্মঘটের ডাক দিল SFI |