রবিবার রাতেই বালেশ্বরের অভিশপ্ত ট্র্যাক দিয়ে রেলের চাকা গড়িয়েছে । সোমবারই ৭টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী । কিন্তু, পরিষেবা স্বাভাবিক হতে এখনও সময় লাগবে । যার জেরে আবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল । রবিবার রাতেই কলকাতা-পুরী স্পেশাল ট্রেন-সহ ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় । মঙ্গল ও বুধবারও বেঙ্গালুরু যাওয়ার কয়েকটি ট্রেন বাতিল রয়েছে ।
রেলের তরফে জানানো হয়েছে, ৬ জুনের ১২৫১০ গুয়াহাটি-এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল রয়েছে । আর ৭ জুনের ১২৫৫২ কামাখ্যা এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে । এর আগে রবিবার ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ট্রেন ও ০৮৪৪০ পাটনা-পুরী এক্সপ্রেস বাতিল করা হয় । বেশ কয়েকটি ট্রেনের রুটও বদল করা হয়েছে ।