মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা । মালগাড়ির দু'টি কামরা লাইনচ্যুত । রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে । যার প্রভাব পড়ল রেল পরিষেবায় । দুর্ঘটনার জেরে প্রায় ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে । সেই তালিকায় রয়েছে হাওড়াগামী ট্রেনও । এছাড়া, বাতিলও হয়েছে বহু ট্রেন ।
গতিপথ পরিবর্তন হয়েছে যে ট্রেনগুলির...
মুম্বই নান্দেদ এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস , মুম্বই-হাওড়া মেল এক্সপ্রেস, মুম্বই-শালিমার এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, পাটলীপুত্র এক্সপ্রেস, হাওড়া- গীতাঞ্জলি এক্সপ্রেস ইত্যাদি ।
সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রাপথ-
১২২৬২ হাওড়া-দুরন্ত এক্সপ্রেস, ১১৪০১ আদিলাবাদ-নন্দীগ্রাম এক্সপ্রেস ইত্যাদি
বাতিল করা হয়েছে
হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস ইত্যাদি