ওয়েলন্ডিং মেশিনের ফুলকি থেকে আগুন লেগে বেঙ্গালুরুতে পুড়ে ছাই হয়ে গেল ২২টি বাস। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বীরভদ্র নগরের একটি গ্যারাজে প্রায় ৩৫টি বাস রাখা ছিল। তার মধ্যেই কিছু বাসের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।
সেই সময় ওয়েলন্ডিং মেশিনের ফুলকি ছিটকে যায়। আর তা থেকে আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক দাবি। ঘটনার খবর পেয়ে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
বেশ কয়েকবছর আগে কলকাতাও এমন এক ঘটনার সাক্ষী ছিল। বেলগাছিয়ায় সরকারি বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গিয়েছিল একাধিক বাস।