৩০ সেপ্টেম্বরের ইতিহাস ভারতের জন্য এক মহা প্রাকৃতিক দুর্ঘটনার ইতিহাসও বটে। ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর ভোর তিনটে ছাপ্পান্ন মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মহারাষ্ট্রের লাতুর জেলা। মনে করা হয়, ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন আনুমানিক ৩০ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়ে গিয়েছিল অজস্র ঘরবাড়ি। এই ভূমিকম্পে অন্তত ৫২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
১৯২২ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সফল পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়। আনন্দ, গুড্ডি, চুপকে চুপকে, নমক হারাম, অভিমান-এর মতো কালজয়ী ছবির পরিচালক। যে সব বাঙালি শিল্পী মুম্বই এর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন, তাঁদের মধ্যে তিনি একজন।
২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছিলেন কিংবদন্তি ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।