ইতিহাসের (September 10) বিভিন্ন তারিখের প্রাসঙ্গিকতা বিভিন্নরকম। এক-একটি দিন এক বা একাধিক বিশেষ ঘটনায় রঙিন। ১০ সেপ্টেম্বর তারিখে কোন বড় ঘটনা ঘটেছিল? কী কী কারণে আজকের দিনটি বিশেষ? জেনে নেওয়া যাক ইতিহাস।
দেশজুড়ে এই তারিখে পালন করা হয় আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বজুড়ে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়াকে ঠেকাতে এই বিশেষ দিনটির সূত্রপাত। বিশ্ব আত্মহত্যা নিবারক কেন্দ্রের পক্ষ থেকে ২০০৩ সালের ১০ সেপ্টেম্বর এই দিনটি পালন করা শুরু হয়। যা, এই বছর ২০-তম বর্ষে পড়ল। ২০০৪ সাল থেকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা হু এই দিনটি সরকারিভাবে পালন করা শুরু করল।
১৮৪৬ সালে আমেরিকার বিজ্ঞানী ইলিয়াস হোবে সেলাই মেশিনের পেটেন্ট করিয়েছিলেন। যা পরবর্তীকালে বিশ্বজুড়ে পোশাক-আশাকের ব্যবসায় এক বিপুল পরিবর্তন এনে দিয়েছিল।
১০ সেপ্টেম্বর ১৯২৬ সালে জার্মানি যোগ দিয়েছিল মিত্রশক্তির দেশ হিসেবে। এরপরই ,১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন অ্যাডলফ হিটলার।