পাকিস্তানি নাগরিক সীমা হায়দার ও সচিন মিনারের প্রেমের কথা এখন অনেকেরই জানা। সচিন মীনারের সঙ্গে প্রেমের জন্য তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সীমা হায়দারের উপর একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। কয়েকদিন আগে এই ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে। তবে এখন তিনি শিরোনামে অন্য কারণে।
সচিনের সঙ্গে বিয়ের পর এই প্রথম করভা চৌথ পালন করবেন সীমা। ভিডিয়ো শেয়ার করে এই ব্রত পালনের জন্য তিনি কী কী কিনেছেন সেসবও শেয়ার করেছেন।
Mamata Banerjee: "সব কাগজপত্র বের করছি", নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার
সীমা উপবাসের জন্য লাল লেহেঙ্গা চোলি, পুজোর প্লেট, স্যান্ডেল, শাশুড়ির জন্য শাড়ি এবং গয়নাও কিনেছেন।