ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় (PM Modi Security Breach) বড়সড় গলদ। পঞ্জাবের পর এবার অন্ধ্রপ্রদেশ। সোমবার দুপুরে বিজওয়াড়া আসার সময় তাঁর কপ্টারের সামনে একঝাঁক গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তার প্রোটোকল (Security Protocol) ভেঙে কীভাবে এই কাজ করা হয়েছে, তা তদন্ত করা হবে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া থেকে প্রধানমন্ত্রীর কপ্টার রওনা দেওয়ার সময় কালো গ্যাস বেলুন হাতে বিক্ষোভ করছিলেন, কিছু কংগ্রেস কর্মী। কপ্টার রওনা দেওয়ার পরই ওই গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া হয়। সেগুলি কপ্টারের কাছে চলে আসে।
আরও পড়ুন: গড়িয়াহাট উড়ালপুল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা, আহত যুবতী ভর্তি হাসপাতালে
নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর কপ্টার যে অংশ দিয়ে আকাশে ওড়ে, সেখানে অন্য বিমানের আনাগোনা বন্ধ থাকে। এদিন কীভাবে গ্যাস বেলুন উড়ে কপ্টারের সামনে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তার বড়সড় গলদ ছিল বলেই মনে করা হচ্ছে।