রবিবার ভোর রাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Russia war) আটকে পড়া ২৫০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরাল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India flight evacuated stranded Indian citizens)। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট (Bucharest) থেকে ওই বিমানটি এল বলে জানান এক সরকারি আধিকারিক।
দেশে ফিরে আসা নাগরিকদের হাতে গোলাপ তুলে দিয়ে তাঁদের দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) স্বাগত জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।
আরও পড়ুন: ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় বাম প্রার্থীর গায়ে হাত তৃণমূলের! দক্ষিণ দমদমে ধুন্ধুমার
শনিবার থেকেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের (Stranded Indian citizens in Ukraine) দেশে ফেরাতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া (Air India evacuation)। শনিবার ফ্লাইট এআই১৯৪৪ বিমানে ২১৯ জন ভারতীয় নাগরিককে বুখারেস্ট থেকে নিয়ে আসা হয় মুম্বই বিমানবন্দরে।
দ্বিতীয় বিমান ফ্লাইট এআই১৯৪২ (Air India Flight AI1942) রবিবার ভারতীয় সময় ভোর পৌনে তিনটের সময় দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বলে জানান ওই আধিকারিক।
ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তৃতীয় বিমান ফ্লাইট এআই১৯৪০ (Air India Flight AI1940) উড়ে গিয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের (Budapest) উদ্দেশে। সেখান থেকেই আরও ২৪০ জন ভারতীয় নাগরিককে নিয়ে রবিবার রাতেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ওই বিমানটির।
দেশে ফিরে আসা ভারতীয় নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বলেন, "আমি জানি, এই কয়েকটা দিন কী অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনাদের। তবে জেনে রাখুন, দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi) প্রতিটি পদক্ষেপে আপনাদের পাশে রয়েছেন। ১৩০ কোটি ভারতীয় পাশে রয়েছেন আপনাদের"।
তিনি আরও জানান, ইউক্রেনে আটকে পড়া প্রতিটি ভারতীয় নাগরিক যাতে নিরাপদে নিজেদের দেশে ফিরে আসতে পারেন, তা সুনিশ্চিত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির (Zelenskky) সঙ্গে প্রতি মুহূর্তে কথাবার্তা চালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।