২২ জানুয়ারি উদ্বোধন, তার আগে অযোধ্যার রাম মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চূড়ান্ত হল মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ। দেশের তিন ভাস্করের বানানো শিল্পকর্ম থেকে একটিকে বাছাই করল শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।
রামমন্দিরে বসতে চলা মূর্তিটি নির্মাণ করেছেন কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সোশ্যাল টুইট করে সেই তথ্য জানিয়েছেন।
কর্ণাটকের শিল্পীর ভাস্কর্য অযোধ্যার রাম মন্দিরে বসতে চলার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।