আগামী ২৬ নভেম্বর সব রাজ্যে রাজভবন অভিযানের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতেই তাঁদের এই অভিযান বলে স্পষ্ট করে দেন নেতৃত্ব। পাশাপাশি, আগামীকাল ১৯ নভেম্বর সারা দেশে 'বিজয় দিবস' পালনের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার। উল্লেখ্য, গতবছর এইদিনেই প্রধানমন্ত্রী তিন বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা করেছিলেন।
সংযুক্ত কিষাণ মোর্চা সূত্রে খবর, কৃষকদের সহায়ক মূল্য প্রদানের নির্দিষ্ট আইন, ঋণ মকুব প্রকল্প চালু, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০ প্রত্যাহার, প্রান্তিক, ক্ষুদ্র কৃষক এবং দিনমজুরদের জন্য ৫ হাজার টাকার পেনশন চালু সহ একাধিক দাবিতে তাঁরা ২৬ নভেম্বর পথে নামবেন। পাশাপাশি, লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানানো হবে রাষ্ট্রপতির কাছে। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অশোক ধাওয়ালে, হান্নান মোল্লা, অভীক সাহা, যুধবীর সিং সহ অন্যান্য নেতৃত্ব।
২০২০ সালের ২৬ নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। যা পরবর্তীকালে বিশ্বের দীর্ঘতম ও বৃহত্তম কৃষক আন্দোলন হিসেবে গোটা বিশ্বে দরবারে পরিচিতি পায়। রোদ-ঝড়-জল-ঠাণ্ডা উপেক্ষা করে এই লড়াইয়ে অবশেষে জয় হয় কৃষকদের।