মঙ্গলবারই আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়েছিলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। বুধবার তিহার জেল থেকে বেরোলেন তিনি। জেল থেকে বেরোনোর পরই সঞ্জয় সিং-কে সাদর অভ্যর্থনা জানান আম আদমি পার্টির সমর্থক ও নেতারা। যদিও, সঞ্জয় সিং-এর কথায়, এখন লড়াইয়ের সময়। উদযাপনের নয়।
উল্লেখ্য, ২০২৩-এর অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, দিল্লির বেশ কিছু মদ প্রস্তুতকারক সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়েছিল। সেখানেই আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন আপ সাংসদ। কোনও টাকা উদ্ধার না হওয়া সত্ত্বেও কেন ৬ মাস তাঁকে জেলে রাখা হল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই প্রশ্নও করেছে শীর্ষ আদালত।
শুধু সঞ্জয় সিং নন। লোকসভা ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে এই মামলাতেই গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীবাল, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার মতো নেতারা। গত মাসে জেল হেফাজতে থাকাকালীনই সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন সঞ্জয় সিং।