রাজধানীতে শ্রদ্ধার ছায়া নিক্কি যাদব হত্যাকাণ্ডে। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। বাড়ি থেকে আসছিল বিয়ের চাপ, দ্বন্দ্বে পড়েই নাকি লিভ ইন পার্টনার নিক্কিকে শ্বাসরোধ করে খুন করেছিলেন সাহিল।
কিন্তু এখন জানা যাচ্ছে, নিক্কি এবং সাহিল নাকি বছর তিনেক আগেই বিয়ে সেরেছিলেন, তাদের বিয়ের সার্টিফিকেট ইতিমধ্যেই এসে পৌঁছেছে পুলিশের হাতে। তার ভিত্তিতেই সাহিলকে নতুন করে জেরা করা শুরু করেছে পুলিশ। আরও জানা গিয়েছে, ২০২০ সালেই মন্দিরে গিয়ে নিক্কিকে বিয়ে করেছিলেন সাহিল।
Mumbai Man Died: পুলিশের পরীক্ষায় ১৬০০ মিটার দৌড়, মুম্বইয়ে মৃত্যুর কোলে ২৬ বছরের যুবক
বিয়ের সেই কথা সাহিল তাঁর বাবা বীরেন্দর সিং-কে জানানোর পরেও অন্যত্র সাহিলের বিয়ে ঠিক করেন তিনি। এমনকি নিক্কিকে খুনের কথাও বাবাকে জানিয়েছিলেন সাহিল, সেক্ষেত্রে বীরেন্দর বাবুর পরামর্শ ছিল বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার৷ সাহিলের বাবা বীরেন্দর, এবং সাহিলের দুই বন্ধু এবং দুই তুতো ভাইবোনকেও গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতে তোলা হলে ৩ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷