সুপ্রিম কোর্টে আরজি কর শুনানির দিনেই আদালত উঠল গত শুক্রবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহ করার ঘটনাও। রোগী মৃত্যুর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের উপর হামলার ঘটনায় সোমবার উদ্বেগ প্রকাশ করছে প্রধান বিচারপতির বেঞ্চ। এদিনের শুনানিতে রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ১৫ অক্টোবরের মধ্যে রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজে সিসিটিভি লাগানোর কাজ শেষ করতে হবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পাল্টায় রাজ্যের আইনজীবীর দাবি, ১০ অক্টোবরের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই হয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির জন্য এই কাজ খানিকটা থমকে রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়া জানান, রাজ্যকে নিশ্চিত করতে হবে যাতে ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়। রাজ্য আরও জানিয়েছে, আরজি কর হাসপাতালে ডিউটি রুমের টেন্ডার হওয়ার পরে কাজ থমকে রয়েছে।
এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেন, গত শুক্রবারের ঘটনায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের এই অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তারদের আইনজীবী। আগামী শুনানিতে টাস্ক ফোর্সের থেকে রিপোর্ট নেবে শীর্ষ আদালত। যা এদিন সলিসিটর জেনারেলকে জানান প্রধান বিচারপতি। যার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের কোনও নাম নেই।