শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। আমন্ত্রিতদের তালিকাও অনেক লম্বা। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছে বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরকে।
২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RSS প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও থাকবেন। জানা গিয়েছে, দেশের ৮ হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ করা হয়েছে। যাঁদের মধ্যে থাকবেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। যদিও এই বিষয় সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তালিকায় থাকবেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো তারকা। মুকেশ আম্বানি, রতন টাটার মতো শিল্পপতিরাও থাকবেন বলে জানা গিয়েছে।