এবার থেকে ২৩ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশে পালিত হবে প্রজাতন্ত্র দিবস(Republic Day)। রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে এসে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।
এইবছর ২৩শে জানুয়ারি উপলক্ষ্যে মহা ধুমধাম করে ইন্ডিয়া গেটে(India Gate) বসে গ্রাণাইটের নেতাজি মূর্তি(Statue of Netaji)। গোটা দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় নেতাজির জন্মজয়ন্তী(Netaji Birth Anniversary)।
আরও পড়ুন- Jagdeep Dhankhar: 'বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে', গান্ধীঘাট থেকে রাজ্যকে তোপ জগদীপ ধনখড়ের
এ বছরই প্রথমবার তেইশে জানুয়ারি থেকেই দেশে প্রজাতন্ত্র দিবসের(Republic Day) প্রস্তুতি শুরু হয়। এবার সেই ধারাকে অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) বার্তা দিলেন ‘মন কী বাত’ অনুষ্ঠানে।