বিনা কারণে তাঁকে বিদেশ যেতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই অভিযোগে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন রুজিরার আইনজীবী কপিল সিব্বল আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত সূত্রে খবর, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
গত পাঁচ জুন দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধা পেয়েছিলেন রুজিরা। তাঁকে অভিবাসন দফতরকে থেকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইডির নির্দেশের তাঁকে আটকানো হয়েছিল বলেই অভিযোগ রুজিরার। যা নিয়ে পরবর্তী সময়ে একযোগে কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক এবং মমতা।
তবে রুজিরাকে আটকানো নিয়ে অভিবাসন দফতরের দাবি ছিল, অভিষেক পত্নীর বিরুদ্ধে লুকআউট নোটিস আছে। তার ভিত্তিতে গত পাঁচই জুন তাঁকে দুবাই যাওয়ার আগে আটকানো হয়েছিল। এই ঘটনার পর গত আট জুন ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন রুজিরা। তাঁকে চার ঘণ্টা জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থাকারী ইডি।