বাঘ বলতেই চোখে ভেসে ওঠে হলদে-কালো ডোরাকাটা দাগ। এবার এই দেশেই দেখা গেল সম্পূর্ণ কালো রঙের একটি বাঘ। ওড়িশার সিমলিপাল অভয়ারন্যে এই কৃষ্ণ শার্দূলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই রয়্যাল বেঙ্গল টাইগারের রং হঠাৎ করে কালো হল কেন! এই পরিবর্তনের কারণ কী! বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোষের মেলানিনের তারতম্য এর কারণ। ডাক্তারি পরিভাষায় রয়্যাল বেঙ্গল টাইগারটি মেলানিস্টিক। বন্য প্রাণীদের আচার-আচরণের জন্য যে ক্যামেরা থাকে, তাতেই ধরা পড়েছে ওই বাঘের ছবি। বন বিভাগের উচ্চপদস্থ কর্তা, তথা সরকারি আমরা রমেশ পান্ডে এই ভিডিয়ো শেয়ার করেন। এরপরই সিমলিপালের ওই ছবি ভাইরাল হয়ে যায়।
রমেশ পাণ্ডে ভিডিয়ো শেয়ার করে লেখেন, ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে অসাধারণ ভিডিয়ো ধরা পড়েছে। মিউটেশনের জেরে এখানে কালো বাঘের ছবি ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই উচ্ছ্বসিত অনেকেই। অনেক নেটিজেন এই কালো বাঘের জন্য উদ্বেগ প্রকাশ করেছে।