স্বাধীনতা দিবসের দিন পোস্টার লাগানোকে গিরে সংঘর্ষ। আর সেই সংঘর্ষেই প্রাণ গেল এক যুবকের। কর্নাটকের শিবমোগার এই ঘটনায় গ্রেফতার চার যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে বিনায়ক দামোদর সাভারকরের পোস্টার লাগানো ঘিরে শিবমোগার গান্ধীবাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। বচসা থেকে হাতাহাতি, তারপরেই প্রেম সিংহ নামে এক যুবককে কোপানো হয়। ইতিমধ্যেই ধৃতদের তিন জনের নাম প্রকাশ করেছে পুলিশ। ধৃত তিন যুবক হলেন নাদিম, আব্দুল রহমান, জাবিউল্লাহ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন জাবিউল্লাহ। সে সময় তাঁর পায়ে গুলি করা হয়।
অতিরিক্ত ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, ২০১৬ সালে গণেশ শোভাযাত্রা ঘিরে শিবমোগায় সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন নাদিম। ধৃতদের সঙ্গে কোনও সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিজিপি। ধৃত চার জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনার জেরে মঙ্গলবার শহরে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক আর সেলভামনি। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বাহিনী।