চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান। সফল ভাবে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার বিক্রমকে বিদায় জানিয়ে ইসরোকে তথ্য সরবরাহ করছে রোভার প্রজ্ঞান। এই প্রজ্ঞান মাত্র ১৪ দিন চাঁদে থাকবে। কেন এত কম সময় কাজ করবে রোভার প্রজ্ঞান!
চন্দ্রযানের রোভার ও ল্যান্ডার দুটিই সৌরশক্তির মাধ্যমে বানানো হয়েছে। এই মুহূর্তে চাঁদে সূর্যালোক পড়ছে। সেই শক্তিকে কাজে লাগিয়েই সক্রিয় চাঁদের রোভার প্রজ্ঞান। শুক্লপক্ষ শেষ হলে অন্ধকারে ডুবে যাবে চাঁদ। তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ২০০ ডিগ্রির নিচে। যার ফলে ওই পরিবেশে কাজ করা সম্ভব হবে না রোভার প্রজ্ঞানের।
বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামে ল্যান্ডার বিক্রম। রাত ১০টা নাগাদ ল্যান্ডারের পেটের মধ্যে থেকে চাঁদের মাটিতে বেরিয়ে আসে প্রজ্ঞান। এরপরই তথ্য দেওয়া শুরু করেছে রোভার প্রজ্ঞান। ১৪ দিন পরই এর মেয়াদ শেষ হয়ে যাবে।