রাজধানী দিল্লিতে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। অভিযোগ, দোকানের ছাদ কেটে ২০ থেকে ২৫ কোটি টাকার হিরে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি নগদ টাকাও নিয়ে পালিয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। পুরো এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধে থেকে গভীর রাতের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতির আগে ওই দোকানের সমস্ত CCTV ক্যমেরাও বিকল করে দিয়েছিল দুষ্কৃতীরা। তারপর ছাদের একাংশ কেটে তাণ্ডব চালানো হয়।
Read More- বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের, অভিষেকের অফিসের সামনে চিঠির পাহাড়
রবিবার সন্ধে নাগাদ দোকান বন্ধ করে দিয়েছিলেন মালিক। তারপর সোমবার পুরো বাজার বন্ধ ছিল। মঙ্গলবার সকালে সো-রুম খোলার পর মালিক দেখেন দোকানের ভিতরের অংশ এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।