স্কুলবাসের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ছজনের। মঙ্গলবার সকালে বড়সড় দুর্ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
জানা গিয়েছে, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের একটি লেন ধরে যাচ্ছিল গাড়িটি। সেসময় ওই একই লেন ধরে উল্টো দিক থেকে আসছিল স্কুলবাসটি। সেকারণেই হঠাৎ বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। গাড়ির মধ্যে মোট ৮জন ছিলেন। ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। তার মধ্যে দুজন শিশুও রয়েছে।
বাসের সঙ্গে সংঘর্ষের ফলে গাড়িটি পুরোপুরি তুবড়ে গিয়েছিল। দরজা কেটে মৃতদেহগুলি বার করতে হয়েছে পুলিশকে।
তবে স্কুলবাসে কোনও পড়ুয়া ছিল না। পুলিশ জানিয়েছে, বাসটি উল্টো দিক দিয়ে আসছিল। ওই দিক থেকে বাস আসার কথা নয়। তাই এ ক্ষেত্রে বাসচালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে।