নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গেল একটি বাস। ঘটনাটি রাজস্থানের দৌসা জেলায়। রবিবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে চার জনের মৃত্যু হয়েছে। বহু বাসযাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, দৌসা জেলায় একটি রেলব্রিজ ক্রস করছিল ওই বাসটি। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নীচে পড়ে যায়। তখন বাসের ভিতর প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। প্রত্য়েকেই কমবেশি আহত হয়েছিলেন।
দৌসা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় ২৮ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চার জনের মৃত্যু হয়েছে। বাকিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।কী কারণে দূর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।