Tejashwi Yadav : তাঁর নেতৃত্বে খেলেছেন কোহলি, তেজস্বীর দাবিতে বিরাট বিস্ময়

Updated : Sep 15, 2024 14:19
|
Editorji News Desk

রাজনীতিক তেজস্বী যাদব আর বিরাট কোহলির মধ্যে মিল কোথায় জানেন ? হ্যাঁ, ঠিক দু জনেই ক্রিকেটার। একজন প্রাক্তন এবং আর একজন বর্তমান। এই পর্যন্ত সব ঠিক রয়েছে। কিন্তু লালু-পুত্রের এক দাবিতে, ভূ-ভারত এখন বিস্ময়ের মধ্যে। কী দাবি করলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে আরজেডি নেতা জানিয়েছেন, একসময় তাঁর নেতৃত্বে খেলছেন বিরাট কোহলি। তাঁর দু জনেই দিল্লির হয়েছে ক্রিকেট খেলছেন। হ্যাঁ এটা ঠিক রাজনীতিতে আসার আগে পেশাদার সার্কিটে ক্রিকেট খেলছেন তেজস্বী যাদব। কিন্তু তাঁর নেতৃত্বে খেলছেন বিরাট কোহলি, এই পরিসংখ্যান ঘেঁটেও পাওয়া যাচ্ছে না। 

তেজস্বী এই মন্তব্য এখন ভাইরাল। নেট দুনিয়ায় এক ব্যক্তির মন্তব্য, ঠিকই বলছেন তেজস্বী। হয়তো তেজস্বীর ড্রিম ইলেভেন দলে ছিলেন বিরাট। ওই সাক্ষাৎকারে ক্রিকেটার হিসাবে তাঁকে মনে না রাখার জন্য দুঃখ প্রকাশ করেছেন লালু-পুত্র। তিনি জানিয়েছেন, লিগামেন্টে চোটের জেরে তাঁর ক্রিকেট কেরিয়ার ইতি টানতে হয়েছিল। 

ভারতের ঘরোয়া ক্রিকেটে তেজস্বী যাদব খেলছেন মাত্র একটি রণজি ট্রফির ম্যাচ। বিহারের ভূমিপুত্র হলেও তাঁর রণজি ট্রফিতে অভিষেক হয়েছিল ঝাড়খণ্ডের হয়ে। বিদর্ভের বিরুদ্ধে ২০০৯ সালে। কেরিয়ারের তালিকায় রয়েছে চারটি টি-টোয়েন্টি ম্যাচ। যার একটি বাংলার বিরুদ্ধে। 

তবে এই সবকিছুকে ছাপিয়ে যায় একটি পরিসংখ্যান। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিসের ক্রিকেটার হিসাবে সই করেছিলেন তেজস্বী যাদব। কিন্তু ওই চার বছরে একটি ম্যাচও তাঁর খেলা হয়নি। 

Tejashwi Yadav

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক