রাহুল গান্ধীর 'ভারত-জোড়ো যাত্রা'-এ পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, রাহুলের পাশেই হাঁটছেন রিয়া। রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের পাতুর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয় এই যাত্রা। ভারত জোড়ো যাত্রায় প্রথম সারিতে দেখা যায় মুনমুন কন্যা রিয়া সেনকে। ভিডিয়োতে দেখা যায়, রিয়ার পরনে কালো প্যান্ট, গোলাপি শেডের টপ ও সাদা স্নিকার্স, চোখে স্নানগ্লাস। হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে কথাও বলেন রিয়া। এই ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার পর টুইটও করেন রিয়া সেন। জানান, এই পদযাত্রার অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ। এর আগে রাহুলের সঙ্গে পদযাত্রায় যোগ দেন পূজা ভাট। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন মুনমুন সেন। ২০২৪ সালে কংগ্রেসকে ছাড়াই মহাজোট তৈরি করার কথা ভাবছে তৃণমূল। এরই মধ্যে রাহুল গান্ধীর পদযাত্রায় রিয়া সেনের যোগ দেওয়ায়, জল্পনা বাড়ছে।
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ৭০ দিন পার করেছে। রাহুলের নেতৃত্বে এবার এই পদযাত্রা মহারাষ্ট্রে এসে পৌঁছেছে। তামিলনাড়ু, কেরল, কর্নাটক ঘুরেছে ভারত জোড়ো যাত্রা।