RG Kar: সুপ্রিম কোর্টে RG কর কাণ্ডের রিপোর্ট জমা, সিভিক ভলান্টিয়ার নিয়ে হল না শুনানি 

Updated : Nov 07, 2024 16:48
|
Editorji News Desk

দুদিন পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে RG কর মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার শুনানি হলেও অনুপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় CBI এবং অন্তর্বতী রিপোর্ট জমা করল ন্যাশনাল টাস্ক ফোর্স। শুনানি শেষে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, RG কর কাণ্ডের তদন্ত চালিয়ে নিয়ে যাবে CBI। চার সপ্তাহ পর পরবর্তী রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 

বৃহস্পতিবার দুপুর ২টোর কিছু পর প্রধান বিচারপতির বেঞ্চে শুরু হয় মামলাটির শুনানি। তারপর আধঘণ্টার মধ্যেই ইতি টানা হয়। সব পক্ষের রিপোর্ট জমা দেওয়ার পর তা খতিয়ে দেখেন বিচারপতি। 

 বিচারপতিদের বেঞ্চ জানায়, পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কোনওভাবেই তা প্রকাশ্যে আলোচনা করা যায়না। এরপরই প্রধান বিচারপতি জানান, শিয়ালদহ আদালতে চার্জ গঠন করা হয়েছে, বিচারও শুরু হবে ১১ নভেম্বর। ওইদিনই ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে। 

RG কর তদন্ত যাতে দ্রুত শেষ করা হয় সেবিষয়ে নিশ্চিত করতে বিচারপতিদের কাছে আবেদন জানান রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, রাজ্য সরকার চায় আসল দোষী যাতে শাস্তি পায়।  

অন্যদিকে টাস্ক ফোর্স গঠন করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁর বক্তব্য, জাতীয় টাস্ক ফোর্সে মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের না রাখা হলে উদ্দেশ্য ব্যাহত হবে। এরপরই বিচারপতি জানান, জাতীয় টাস্ক ফোর্সের এই রিপোর্ট মুখ্যসচিব সব বিশ্ববিদ্যালয়কে পাঠাবেন। 

শুনানি চলাকালীন শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এক আইনজীবী আর্জি করেন, পশ্চিমবঙ্গের বাইরে RG কর মামলার শুনানি করা হোক। যদিও, প্রধান বিচারপতি এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, বিচার প্রক্রিয়া শুরু হোক।

অন্যদিকে প্রধান বিচারপতি জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ার নিয়ে রিপোর্ট জমা পড়লেও ওই বেঞ্চ বর্তমানে অন্য মামলায় ব্যস্ত। পরবর্তী দিন এই বিষয়ে শুনানি হবে। 

RG Kar Case

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক