লাল পাড়, হলুদ শাড়ি। কপালে টিপ। রেস্তোরাঁর প্রধান অতিথি। তাই তাঁকে দেখতে ভিড় জমেছিল। ভিভিআইপি অতিথির সেবা করতেও ব্যস্ত ছিলেন রেস্তারাঁর কর্মীরাও। না কোনও সেলিব্রিটি বা ক্রিকেটার নন। রেস্তারাঁর উদ্বোধনে এমনই রঙচঙে পোশাকে দেখা গেল একটি 'গরু'-কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। শহরের প্রথম অর্গানিক রেস্তোরাঁর উদ্বোধন ছিল। রেস্তারাঁর নাম অর্গানিক ওয়েসিস। তাঁদের অনুষ্ঠানে প্রধান অতিথি করে আনা হয় গরুটিকে।
সংবাদ সংস্থা ANI একটি ভিডিয়ো সামনে এনেছে। যেখানে দেখা গিয়েছে, একটি রেস্তোরাঁয় রঙচঙে পোশাক পরে একটি গরুকে অতিথি সেবা করছেন সংস্থার কর্মীরা। কেউ উবু হয়ে মাটিতে বসে আছে। কেউ গরুটির গলা জড়িয়ে ধরছেন। কেউ আবার মুখের সামনে খাবার তুলে দিচ্ছেন। প্রত্যেকের গায়ে সংস্থার নামাঙ্কিত টি-শার্ট দেখা যায়।
এই রেস্তোরাঁর ম্যানেজার শৈলেন্দ্র সিং প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, ভারতের কৃষি ও অর্থনীতি গরুর উপর নির্ভর করেই চলে। তাই তিনি রেস্তোরাঁর উদ্বোধনে গেস্ট অফ অনার হিসেবে 'গো-মাতা'-কে বেছে নিয়েছেন।