পরিবর্তন করা হচ্ছে দেশের নাম? আর তার জন্য বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার? সম্প্রতি রাষ্ট্রপতির পাঠানো একটি আমন্ত্রণপত্র ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু G 20 সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের জন্য একটি নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে নিমন্ত্রিতদের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হচ্ছে। সেটা ঘিরেই তোলপাড় জাতীয় রাজনীতির অন্দরমহল। কারণ ওই চিঠিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। সেকারণেই জল্পনা উঠেছে, তাহলে কি ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধুই ভারত রাখা হবে? এবং নাম পরিবর্তনের জন্যই বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার?
Read More- ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করতে হবে যাদবপুরের প্রাক্তনীদের, নির্দেশ আদালতের
আচমকা এই পরিবর্তনের জেরে প্রশ্ন উঠছে কী কারণে হঠাৎ নাম পরিবর্তন? এবিষয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, রাষ্ট্রপতিভবন থেকে যে G20-র নৈশভোজের যে আমন্ত্রণপত্র তাঁর কাছে পৌঁছেছে সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত।
এবিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত করছে। ইংরেজিতে আমরা বলি ইন্ডিয়া। এবং বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং হিন্দিতে আমরা বলি ভারত কি সংবিধান। আমরা সবাই ভারত বলি। এর মধ্যে নতুন কী আছে? কিন্তু ইন্ডিয়া নাম গোটা পৃথিবীতে চেনে। দেশের নাম হঠাৎ পরিবর্তন করার কী দরকার?"