খাবারের খরচ কমছে ভারতীয়দের, বাড়ছে অন্যান্য খরচ, সদ্য প্রকাশিত এক রিপোর্ট তেমনই বলছে।
গৃহস্থের মাসিক খরচ নিয়ে ১১ বছর পর রিপোর্ট প্রকাশ করল সরকার। রিপোর্ট বলছে, নিত্য প্রয়োজনীয় খাবারের চেয়ে ভারতীয়দের বেশি খরচ হচ্ছে প্রক্রিয়াজাত খাবারে। এছাড়াও টিভি, এসি, ফ্রিজের ইলেকট্রনিক সামগ্রীতে এবং নানান রকমের পরিষেবাতেও খরচ অনেকটা বেড়েছে ভারতীয়দের।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
রিপোর্ট বলছে, ২০১১-১২ অর্থবর্ষে গ্রামীণ ভারতে খাদ্য খাতে গড় খরচ ছিল ৫২.৯ শতাংশ, ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪৬.৪ শতাংশে। শহুরে নাগরিকে ক্ষেত্রে সেই খরচ ৪২.৬২ শতাংশ থেকে কমে ৩৯.২ শতাংশে নেমে এসেছে।
এদিকে সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে গ্রামীণ ভারতে গৃহস্থের গড় মাসিক খরচ ৩৭৭৩ টাকা। এদিকে শহুরে গৃহস্থে মাসিক গড় খরচ ৬৪৫৯। মাসিক গড় খরচের নিরিখে ভারতের শহর এবং গ্রামের ফারাক এখন ৭১.২ শতাংশ।