বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগকে আর এখন থেকে ধর্ষণ বলা যাবে না। শুক্রবার এমনই চাঞ্চল্যকর রায় দিয়েছে কেরালা হাই কোর্ট।
জানা গিয়েছে, এক আইনজীবীর বিরুদ্ধে তাঁর প্রেমিকা ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই আইনজীবী। কিন্তু চার বছর সম্পর্কের পর এখন বিয়ে করতে বেঁকে বসেন তাঁর প্রেমিক। মামলা দায়ের হয় আদালতে। অন্য দিকে, আগাম জামিনের আবেদন করে হাই কোর্টে যান অভিযুক্ত আইনজীবী।
আরও পড়ুন- Tamil Nadu News : বার্থ ডে পার্টির ছবি দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, অভিযুক্ত ৩ সহপাঠী
শুক্রবার কেরালা হাই কোর্টের বিচারপতি বেচু কোরিয়ান টমাসের পর্যবেক্ষণ, ‘‘দু’জন প্রাপ্তবয়স্ক সঙ্গী তাঁদের ইচ্ছায় যৌন সম্পর্ক স্থাপন করতেই পারেন। কিন্তু পরে একে কোনও ভাবে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলায় ফেলা যায় না। প্রতারণা বা মিথ্যা কোনও পরিচয় দিয়ে এই সম্পর্ক করলে সেটা অন্য কথা।’’
শুধু তাই নয়, বিচারপতি আরও জানান, ‘‘যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয় এবং পরে বিয়ে করতে অস্বীকার করা হয়, তাকেও ধর্ষণ বলা যায় না।’’