বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নাম তুলল সুরাট। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে সুরাটে একসঙ্গে দেড় লক্ষেরও বেশি মানুষ জমায়েত হয়ে যোগাভ্যাসে অংশ নেন।
শহরের রাজপথ ছেয়ে যায় অংশগ্রহণকারীতে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষই জানিয়েছে, সুরাটে এদিন যোগ সেশনে অংশ নিয়েছিলেন ১ লক্ষ ৫৩ হাজার মানুষ। এতদিন পর্যন্ত রেকর্ড ছিল রাজস্থানের কোটার, সেখানে ২০১৮ সালে একসাথে ১,০০,৯৮৪ মানুষ অংশ নিয়েছিলেন যোগাভ্যাসে।
Koel Mallick-Yoga Day: শীর্ষাসনে 'মিতিন মাসি'! কোয়েল মল্লিকের ফিটনেস দেখে তাজ্জব ভক্তরা
বুধবার সুরাটের ডামাসে হওয়া যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান যোগব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে তাঁর রাজ্য জুড়ে ২১টি যোগ স্টুডিও বানাবেন।