গুজরাট ভোটে জামনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন স্ত্রী রিভাবা। এবার স্ত্রীর সমর্থনে প্রচারে নেমে দিদি নয়নার রোশের মুখে পড়লেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকে এই দিদির কাছেই মানুষ হয়েছে জাড্ডু। ফলে বলাই যায়, দিদি-ভাইয়ের সম্পর্কেও কার্যত থাবা বসালো রাজনীতির লড়াই। উল্লেখ্য, রবীন্দ্র জাডেজার দিদি নয়না গুজরাটের জনপ্রিয় কংগ্রেস নেত্রী। রিভাবার বিরুদ্ধে এবার তাঁকেই প্রচারের মুখ করেছে কংগ্রেস।
জানা গিয়েছে, জাডেজার পরিবার বরাবরই কংগ্রেস ঘেঁষা। সেই পরিবারের মেয়ে হিসেবেই সংসদীয় রাজনীতিতে প্রবেশ নয়নার। কিন্তু সেই পরিবার থেকেই ভাইয়ের স্ত্রী বিজেপির টিকিটে বিধানসভায় লড়বেন। এটা একেবারেই ভালভাবে নেননি নয়না। ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন নয়না।
সোমবার জামনগর উত্তরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রিভাবা। তারপরেই পুরোদমে ভোটের প্রচার করতে নেমে পড়েছেন রবীন্দ্র-পত্নী। মঙ্গলবার জামনগরের একটি সভায় উপস্থিত ছিলেন স্বয়ং রবীন্দ্র জাদেজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথে হেঁটেই মানুষের পাশে দাঁড়াতে চায় রিভাবা।”