Puri Ratna Bhandar: সাপুড়েদের নিয়ে খোলা হল জগন্নাথের রত্ন ভাণ্ডার, দুটি চেম্বারে রাখা মহামূল্যবান গহনা 

Updated : Jul 14, 2024 17:21
|
Editorji News Desk

৪৬ বছর পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। রবিবার দুপুরে ওই রত্ন ভাণ্ডার খুলে দেওয়া হয়। ওড়িশা সরকারের তরফে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। ওই কমিটির সদস্যরাই মন্দিরের ভিতরে গিয়ে রত্ন ভাণ্ডার খোলেন। ওই কমিটিতে রয়েছেন, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসনিক কর্তা অরবিন্দ পাধি। অ্য়াসিস্টেন্ট সাব ইন্সপেক্টর ডি বি গদানায়েক এবং পুরীর মহারাজ গজপতি মহারাজের প্রতিনিধি সহ আরও কয়েকজন।

কী রয়েছে রত্ন ভান্ডারে? 
ওই রত্নভান্ডারে রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিভিন্ন অলঙ্কার সামগ্রী। বহু বছর ধরে ভক্তরা দেব দর্শন করে বিভিন্ন অলঙ্কার দিয়েছেন। এছাড়াও রাজ শাসনকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য গহনা দিতেন রাজারাও। সেই সব গহনা রাখা আছে রত্ন ভান্ডারে।   

রত্নভান্ডারে কীভাবে রাখা হয়েছে গহনা? 
রত্নভান্ডার মোট দুটি ভাগে বিভক্ত। তারমধ্যে একটি বাইরের চেম্বার যার নাম বহরা ভাণ্ডার এবং অন্য একটি ভিতরের চেম্বার। যার নাম ভিতরা ভাণ্ডার। ওই দুটি চেম্বার মিলিয়ে যাবতীয় গহনা রাখা হয়েছে।  

বাহারা ভাণ্ডার  সর্বশেষ ১৯৭৮ সালে খোলা হয়েছিল। সেই বছর রথে ওই অংশটি খোলা হয়েছিল বলে জানা গিয়েছে। 

ডাকা হয়েছে সাপুড়ে
রত্ন ভাণ্ডার খোলার সময় সেখানে উপস্থিত ছিল সাপুড়েদের দুটি দল। কারণ মনে করা হচ্ছে ওই রত্নভাণ্ডার দীর্ঘদিন বন্ধ থাকায় তার ভিতরে সাপ থাকতে পারে। সেকারণে সাপুড়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিরাপত্তা ব্যবস্থা-
রত্নভাণ্ডার খোলার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে পুলিশ মোতায়েনের পাশাপাশি একাধিক এলাকায় নজরদারি চালানো হচ্ছে। 

Puri

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক