জেল থেকে প্যারোলে মুক্তি পেতেই স্বমহিমায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। ৪০ দিনের প্যারোলে ছাড়া পেয়েই প্রকাশ করলেন নতুন গানের ভিডিয়ো। জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করতেও শুরু করেছেন তিনি। ভক্তদের তিনি জানিয়েছেন, তাঁর জেলযাত্রা আদতে এক আধ্যাত্মিক যাত্রা। যা নিয়ে তিনি একটি বই লিখবেন।
ধর্ষণ ও খুনের মামলায় ২০ বছরের সাজা পেয়েছেন স্বঘোষিত সিদ্ধপুরুষ গুরমীত রাম রহিম সিং। সম্প্রতি তাঁকে ৪০ দিনের জন্য জেলমুক্ত করেছে হরিয়ানার বিজেপি সরকার। আর মুক্তি পেতেই দীপাবলির রাতে ইউটিউবে নিজের একটি মিউজিক ভিডিয়ো আপলোড করেন তিনি। গানটির কথা, সুর, কণ্ঠ, ভিডিওটির পরিচালনা সবই নিজে বানিয়েছেন এই ধর্ষক ধর্মগুরু।
মাত্র ২৪ ঘন্টাতেই রীতিমতো হিট লিস্টে নাম লিখিয়ে ফেলেছে এই গান। ইতিমধ্যে ৪২ লক্ষর বেশি মানুষ দেখে ফেলেছেন গানটি। শুরু করেছেন সৎসঙ্গও। যে শিবিরে বহু বিজেপি নেতার যোগ দেওয়ার কথাও সামনে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে জেলেই রয়েছেন রাম রহিম। তবে, গত ৫ বছরে ৫ বার তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। এর মধ্যে এ বছরই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পরপর দু'বার জেল থেকে বেরিয়েছিলেন তিনি।
ফের অক্টোবরে লম্বা ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর মুক্তি পাওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে হরিয়ানার নির্বাচনী যোগ রয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। সরকার জানিয়েছে, আইন অনুযায়ী তিন বছর জেলে কাটানোর পর বন্দির আবেদন অনুযায়ী তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।