আজ অর্থাৎ বুধবার সারা দেশের পাশাপাশি অযোধ্যা রাম মন্দিরেও রাম নবমী পালিত হবে। বছরের অন্য দিনের মতো আজও সব দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মন্দিরের দরজা। চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের।
এক্স হ্যান্ডেলে মন্দির তরফে জানানো হয়েছে, আজ ১৯ ঘণ্টা মন্দির খোলা থাকবে। রাত ১১টা পর্যন্ত মঙ্গল আরতি চলবে। তবে ভোগ নিবেদনের জন্য দুপুরে ৫ মিনিট মন্দির বন্ধ থাকবে।
মন্দির ট্রাস্টির তরফে জানানো হয়েছে, ১৭ তারিখ ভোর ৩টে ৩০-এ অভিষেক, শৃঙ্গার এবং দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি সব দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।