শুরু হয়ে গেল রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান । গান গাইলেন গায়ক, সুরকার শঙ্কর মহাদেবন । উদ্বোধনের অনুষ্ঠান শুরু হল তাঁরই কণ্ঠে । গাইলেন রামের গান । অযোধ্যা-সহ গোটা দেশ, বিদেশের বিভিন্ন প্রান্ত বিভোর হয়ে শুনলেন তাঁর কণ্ঠে 'রাম রাম জয় রাজা রাম'।
রামের উদ্দেশে গান গেয়েছেন সোনু নিগমও । তাঁর সুরেলা কণ্ঠে অযোধ্যাবাসী শুনলেন ভজন-কীর্তন । ইতিমধ্যেই রামমন্দিরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পৌঁছেছেন বিশিষ্ট ব্যক্তিরাও । রাম বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে । ইতিমধ্যেই সিংহদুয়ার দিয়ে পাঁচ মণ্ডপ পাড় করে গর্ভগৃহে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী । ১২টা ২০ মিনিটে হবে শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা ।