রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে সেজে উঠেছে অযোধ্যা। বিভিন্ন রঙের আলপনায় সাজিয়ে তুলছেন মন্দির সংলগ্ন এলাকা। গোটা দেশ থেকেই শিল্পীরা গিয়ে ওই কাজে অংশগ্রহণ করেছেন।
আলপনা
সোমবার রামমন্দিরের উদ্বোধন। তার জন্য ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যে ভিড় নিয়ন্ত্রণে রাখতে অযোধ্যা স্টেশনে সাময়িকভাবে যাত্রীদের ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। আলপনা সহ পতাকা, বিভিন্ন ধরনের আলোতে সাজিয়ে তোলা হয়েছে মন্দির সংলগ্ন এলাকা।
কে কে উপস্থিত থাকবে?
সোমবার রাম মন্দিরের মূল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার জন্য প্রায় ৪ হাজার সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন দেশের ও বিদেশের প্রতিনিধিরা।
রবিবার দুপুরে ইন্ডিগোর একটি বিমান দিল্লি থেকে অযোধ্যা পৌঁছয়। সেখান দেখা গিয়েছে বিমানের ভিতরেই চলছে ভজন ও কীর্তন। সাধুদের নাচতেও দেখা গিয়েছে।