রামবিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা আজ । শেষ হচ্ছে বহুদিনের অপেক্ষা । উৎসবের আমেজ অযোধ্যা-সহ দেশজুড়ে । বিশেষ দিনের জন্য সেজে উঠেছে মন্দির । মন্দিরজুড়ে রঙিন ফুলের বাহার । চারিদিকে শুধু ফুলের সুবাস, আর ধূপ ধুনোর গন্ধ । কানে ভেসে আসছে ভজন-কীর্তনের সুর । একে একে মন্দির চত্বরে এসে পৌঁছচ্ছেন, রাজনীতি, সিনেমা জগতের তারকারা ।
মন্দিরের গম্বুজ, খিলান, গেট এবং করিডোরগুলি কমলা এবং হলুদ গাঁদা ফুলে সাজিয়ে তোলা হয়েছে । মন্দিরের বাহির ও অন্দরসজ্জা, দু'দিকেই রঙিন ফুল ব্যবহার করা হয়েছে । ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর একে একে পৌঁছেছেন RSS এর প্রধান মোহন ভগবৎ, অমিতাভ বচ্চন, রিচালক মধুর ভান্ডারকর এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ভারতী গ্রুপের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলও । এছাড়া, হাজার হাজার সাধু ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাঁরা।
কখন কোন অনুষ্ঠান ?
সর্বপ্রথম কলস যাত্রা শুরু হবে
সকালের বিশেষ পুজো করবেন পুরোহিত
১২টা ২০ মিনিট থেকে প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো শুরু হবে
সোমবার উদ্বোধনের পর মঙ্গলবার সাধারণের উদ্দেশে মন্দির খুলে দেওয়া হবে ।