রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জের। বিরোধীদের হট্টগোলে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই স্থগিত সংসদের উভয়কক্ষের কার্যক্রম। রাজ্যসভার কাজ দুপুর ২ টো পর্যন্ত এবং লোকসভা দুপুর ৪ টা অবধি স্থগিত রাখার সিদ্ধান্ত। চেয়ারম্যান জগদীপ ধনখড় নিজের আসনে বসার আগেই কালো পোশাক পরে কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। মেজাজ বুঝতে পেরে উপরাষ্ট্রপতি দুপুর ২ টো পর্যন্ত রাজ্যসভার কাজ স্থগিত করেন।
মোদী পদবি নিয়ে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংসদ পদও খুইয়েছেন তিনি। সোমবার সংসদের দুই কক্ষেই কালো পোশাক ও ব্যাচ পরে ধর্না দেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল ছাড়াও কংগ্রেস সঙ্গে আছে সিপিএম, আরএসপি, ডিএমকে, এনসিপি, জেডিইউ, এমডিএমকে দলের প্রতিনিধিরাও।