রাস্তায় এক বৃদ্ধকে বেধড়ক পেটাচ্ছে এক যুবক। যোধপুরের এই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। বাবাকেই রাস্তায় দাঁড়িয়ে বেধড়ক মারছিল ছেলে। ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাবা ছেলের মধ্যে কোনও কারণে বচসা শুরু হতেই, বাবার দিকে তেড়ে যাচ্ছে ছেলে। লাঠি হাতেও ছেলেকে মারতে দেখা গিয়েছে বৃদ্ধ বাবাকে। ফ্রেমে দেখা না গেলেও পড়শিদের দাবি, দূর থেকে তাঁরা যুবককে থামানোর চেষ্টা করেও লাভ হয়নি।
Iran Hijab Protest: লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ! ইরানি মহিলাদের চুল কেটে হিজাব পোড়ানোর ভিডিও ভাইরাল
যোধপুরের রাতানাদা পুলিশ স্টেশনের হাউজ অফিসার বলেছেন, অভিযুক্তের বাবাকে পেটানোর ঘটনা এই-ই প্রথম নয়।