বিয়ের জন্য বদলে গেল রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। ২৩ নভেম্বরের পরিবর্তে ভোট গ্রহণ হবে ২৫ নভেম্বর। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে নয়া দিন জানানো হয়েছে। ওই দিন প্রচুর বিয়ে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথমে ২৩ নভেম্বর রাজস্থান নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ওই দিন প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান থাকায় দিন পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেকারণেই দিন পরিবর্তন করা হয়েছে।
Read More- ফের এক নৃশংস ঘটনার সাক্ষী রাজধানীর রাত, গাড়ির সঙ্গে ক্যাব চালককে হিঁচড়ে নিয়ে যাওয়া হল ২০০ মিটার
নতুন নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি দেওয়া হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। এবং স্ক্রুটিনি প্রক্রিয়া চালু হবে ৭ নভেম্বর। তারপর ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে।