Rajsthan Crime News: শ্রদ্ধা কাণ্ডের ছায়া, কাকিমার দেহ ১০ টুকরো করল যুবক

Updated : Dec 25, 2022 12:41
|
Editorji News Desk

ফের শ্রদ্ধা কাণ্ডের ছায়া। এবার ঘটনাস্থল রাজস্থানের জয়পুর (Jaipur, Rajasthan)। অভিযোগ এক যুবক তার কাকিমাকে খুন করে দেহ দশ টুকরো (chopped the body) করে। এরপর সেই টুকরোগুলো বিভিন্ন ফাঁকা এলাকায় ফেলে আসে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তকে। 

পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী অনুজ, বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধরনগরে থাকে। করোনাকালে স্বামীকে হারিয়ে তার ৬৪ বছরের কাকিমাও সেখানেই থাকতেন। সম্প্রতি অভিযুক্ত বন্ধুদের সঙ্গে এই অনুষ্ঠানে দিল্লি যেতে চেয়েছিল। কিন্তু অনুজকে বাধা দেন তার কাকিমা। 

সেই রাগে ১১ ডিসেম্বর অনুজ তার কাকিমাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর বৃদ্ধার দেহ লোপাট করতে মার্বেল পাথর কাটা মেশিন দিয়ে দেহটি ১০ টুকরো করে। তারপর কম্বল জড়িয়ে সুটকেসে ভরে দেহের টুকরোগুলি জয়পুর-শিখর হাইওয়ের (Delhi highway) পাশের ফাঁকা জায়গায় ফেলে আসে।

আরও পড়ুন- ফের শিরোনামে উত্তরপ্রদেশ, বদায়ুঁর সর্ষেক্ষেত থেকে উদ্ধার কিশোরীর ক্ষতবিক্ষত দেহ

পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ি ফিরে অভিযুক্ত পরিবারের সদস্যদের জানায়, কাকিমা কোথায় রয়েছে, সে জানে না। এরপর পরিবারের বাকি সদস্য সঙ্গে থানায় গিয়ে নিখোঁজের ডায়রিও করে। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় অনুজ মিথ্যে কথা বলছে। এরপরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা যায়।

১১ ডিসেম্বর বড় সুটকেস কম্বল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে অভিযুক্ত। জেরার মুখে কাকিমাকে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পুলিশের অনুমান, অভিযুক্ত ওই যুবক অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান। কিন্তু তার মানসিক সমস্যা রয়েছে। খুনের কথা স্বীকার করলেও তার মধ্যে কোন অনুতাপবোধ নেই। অভিযুক্তের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।

crimecrime against womenRajasthan

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক